প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 14, 2025 ইং
হাদির ওপর হামলার ঘটনায় মির্জাপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির ওপর হামলা ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এই মিছিল বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক টাঙ্গাইল- মির্জাপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ শাহা আলম, আলতাব হোসেন, আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা, সাবেক ভিপি আজম মৃধা প্রমুখ। প্রধান অতিথি আবুল কালাম মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে অবলম্বে হামলাকারীদের খুঁজে আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com